নাটোরের লালপুর উপজেলায় আগুনে পুড়ে জাহিদ (১১) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার পানসিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ স্থানীয় বাসিন্দা শওকত আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু প্রতিবন্ধী হওয়ায় ছেলেকে ঘরে সিকল দিয়ে আটকে রেখে তার মা ফুল তুলতে বের হয়। পরে প্রতিবন্ধী জাহিদের থেকে বা অন্যকোন ভাবে ঘরে আগুন লাগে, তা থেকে তার শরীরে আগুনে লেগে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় সে। পরে লালপুর ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।