দেশের প্রখ্যাত সঙ্গীতব্যক্তিত্ব রুনা লায়লা। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার পরিচিতি। গান গাওয়ার পাশাপাশি বছর দু’য়েক ধরে সুরকার হিসেবেও কাজ করছেন। আজ তার জন্মদিন।
জন্মদিনে এই মহারথীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা। শোবিজ তারকারাও সোশ্যাল মিডিয়ায় তার ভূয়সী প্রশংসায় মেতেছেন। জীবন্ত এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
আর সবার মতো ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানও রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লাকে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘গানে গানে উপমহাদেশের মানুষের হৃদয় জয় করে নেয়া শিল্পীর নাম রুনা লায়লা। শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের ১৮ ভাষার গানে আপনার মোহনীয় কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ করে যাচ্ছেন। আপনি অসম্ভব এক অনুপ্রেরণার নাম, পাশাপাশি বিস্ময়ের! সত্যি আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের সংগীতে একজন রুনা লায়লা আছেন। পুরো বাংলা সংগীতের অহংকার আপনি। গর্ব করে আমরা বলতে পারি আমাদের ‘দ্য রুনা লায়লা’ আছেন। আপনার গানের একজন নিয়মিত শ্রোতা-ভক্ত আমি। আপনার সঙ্গে যতবারই দেখা হয়েছে, ততোবারই আপনি আমাকে পরম স্নেহ দিয়েছেন। আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আপনাকে নিয়ে বলতে বললে হয়তো শেষ করা যাবে না। আজ বিশেষ দিন। হে কিংবদন্তি, আজ আপনার পৃথিবীতে আগমনের দিন।’