বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ফিরতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার কাতারের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ ফুটবল দল।
সকাল ১০টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দোহায় পৌঁছে বেলা ২টার দিকে।
আর কাতারে পৌঁছেই দুসংবাদ পেল বাংলাদেশ দল। করোনায় আক্রান্ত হয়েছেন লের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার।
শুক্রবার দোহা থেকে ম্যানেজার আমের খান নিজেই এ দুঃসংবাদটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা দুজনের টেস্টে পজিটিভ আসলেও ২৫ ফুটবলার ও অন্যান্য কর্মকর্তাদের নেগেটিভ ফল এসেছ। তারা দুজনে আইসোলেশনে থাকছেন। কাতারে জাতীয় ফুটবল দল তিনদিনের রুম কোয়ারেন্টিনে থাকবে। রোববার থেকে অনুশীলনে নামবে ফুটবলাররা।
এর আগে করোনা আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক ও প্রধান কোচ জেমি ডে।
যে কারণে সফরে যোগ দিতে পারেননি তারা।
আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা । জেমি ডের অনুপস্থিতিতে এ সফরে কোচের দায়িত্বে রয়েছেন স্টুয়ার্ট ওয়াটকিস।