“খেলাধুলা বাড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সম্প্রদায়ের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন লেঃ কর্নেল রমজান আলী সরকার (অবঃ)।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভেল্লাবাড়িয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকের হাতে এই সামগ্রী তুলে দেন তিনি। খেলাধুলার সামগ্রী মধ্যে ছিল ফুটবল ভলিবল হ্যান্ডবল ও দাবা।
রমজান আলী সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকে। বর্তমানে করোনাকালীন সময়ে খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার তাই খেলাধুলার মাধ্যমে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায় তাই যুব সম্প্রদায়কে মাদক ছেড়ে খেলাধুলার জন্য মাঠে আসতে উদ্বুদ্ধ করার জন্য সে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।