লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের। এর ধারাবাহিকতায় নির্বাচনী মাঠকে নিজের দখলে রাখতে ও প্রার্থীতা জানান দিতে পৌর এলাকার জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে গোপালপুর পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এই উঠান বৈঠক ও মতবিনিময় সভার মধ্য দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ করেন তিনি।
জানা গেছে, দলীয় মনোনয়ন পেতে তিনি অনেক দিন যাবত মাঠে ব্যাপক প্রচার- প্রচারণা করে আসছেন। সাধারন মানুষের কাছে দোয়া চেয়ে নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় সভা, পৌর ওয়ার্ড কমিটির কাউন্সিলসহ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। প্রচার- প্রচারণায় মাধ্যমে তিনি ইতোমধ্যে পৌরবাসীর নজরে এসেছেন।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।