লালপুরে অনুমদনহীন ভাবে ক্লিনিক পরিচালনা করার অপরাধে সুমন সেবা ডেন্টাল ক্লিনিকের মালিক আজাহার হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গোপালপুর গুড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদন না থাকায় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদলতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, ‘সুমন সেবা ডেন্টাল’ ক্লিনিকের কোন প্রকার অনুমোদন না থাকায় তাদের ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলে তিনি জানান।’