মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর বাজার, আজিমনগর স্টেশন, গোপালপুর রেলগেট এলাকায় ৭ জনকে ২১০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এর ভ্রাম্যমাণ আদালত।
সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয় এবং ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।