লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশায় পৌর এলাকার জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছে গোপালপুর পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম।
তার ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) বিকালে পৌর এলাকার বাহাদিপুরে উঠান বৈঠক ও করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় সাইফুল ইসলাম জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আমাকে নৌকার মনোনয়ন দেন তাহলে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত। কারণ ব্যক্তিগত ও রাজনৈতিক জনসম্পৃক্ততা, দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রয়াসে ভোট বিপ্লব ঘটানো সম্ভব হবে। মেয়র পদটি জনগণের ভোটের মাধ্যমে অধিগ্রহণ করে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক সঠিক জনসেবা ও উন্নয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে প্রার্থী হতে চাই গোপালপুর পৌর বাসীকে দিতে চাই আওয়ামী লীগ সরকারের সাফল্যের সর্বোচ্চ প্রাপ্তি। নিশ্চিত করতে চাই আগামী প্রজন্মের নিরাপদ ও মানসম্পন্ন ভবিষ্যৎ। এ শহরকে গড়ে তুলতে চাই প্রকৃত অর্থে উন্নত, আধুনিক ও শান্তি সমৃদ্ধির আবাসস্থল হিসাবে।
উক্ত উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।