ফজলুর রহমান পলাশ: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে ঢুষপাড়া গ্রামে ৫টি আম বাগানে শত্রুতা বসতবিভিন্ন জাতের ৬১ টি আমের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা, যায় নাটোরের লালপুর
উপজেলার ঢুষপাড়া গ্রামে পাঁচ জনের ৫টি আম বাগানে বিভিন্ন জাতের ৩ থেকে ৬-৭ বছর বয়সের ৬১ টি আমের গাছ মঙ্গলবার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মুর্শেদ আলমের ২৮ টি, খাইরুল আলম মঞ্জুর ২০ টি, মুকুলের ৬টি, তৌহিদের ৫টি, তাজিমুলের ২টি গাছ। এলাকাবাসীর ধারনা রাতের আঁধারে কে বা কাহারা শত্রুতা বসত ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনাটি খবই দু:জনক, যারা এমন কাজ করেছে তাদের মানুষ ভাবতেও কষ্ট হচ্ছে।
ক্ষতিগ্রস্থ আম বাগান মালিক মুর্শেদ আলম জানান, আমরা ঘটনাটি প্রাথমিক ভাবে লালপুর থানায় জানিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান,
ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।