সাজিবুল ইসলাম হৃদয়ঃ লালপুরে গোপালপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। পৌর এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক করে নৌকার মনোনয়ন প্রত্যশায় সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন তারা।
তার ধারাবাহিকতায় নিয়মিত উঠান বৈঠকের অংশ হিসাবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর বাজার এলাকায় উঠান বৈঠক করেন মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ও মাননীশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার আহবান জানান। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রোকসানা মর্তুজা লিলি। সেই সাথে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
এ সময় ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজহার আলীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।