ফজলুর রহমান পলাশঃ লালপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও গণসংযোগ করেছে দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ম প্রত্যাশী, সাবেক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন।
বৃহঃবার (২৬ নভেন্বর) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বেরিলাবাড়ীয়া, পাইকপাড়া, রামপাড়া, রাধাকান্তপুর, হালুডাঙ্গা, ওমরপুর, পালপাড়া, নওপাড়া, পানসিপাড়া, ভেল্লাবাড়ীয়া বাজার,সহ ইউনিয়নের বিভিন্ন এলকায় গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে এম আর উচ্চবিদ্যালয় চত্তরে উপস্থিত জনতার মাঝে জালাল উদ্দিন তার বক্তৃতায় বলেন, সাধারণ মানুষের পাশে থাকার জন্য তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এবং দুড়দুড়িয়াকে সন্ত্রাস চাদাবাজি মাদক মুক্ত করে, ও বসন্তপুর বিলসহ অত্র এলাকার পানি নিস্কাসনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা সহ কৃষি উন্নয়নের সার্বিক প্রকল্প হাতে নেয়া হবে। অএ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপদেয়া হবে।