সাজিবুল ইসলাম হৃদয়ঃ লালপুরে “কোভিড-১৯ সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ এর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
রবিবার (২৯ নভেম্বর) সকালে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে তত্বাবধানে এর আয়োজন করে উপজেলা প্রশাসন
এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, জেলা তাতী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।