লালপুর উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) সকালে লালপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি, আব্দুর রশিদ মাষ্টার, প্রভাষক সাহীন ইসলাম, সালাহ্ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফারহানুর রহমান রবিন, অর্থ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। সামনে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলন কে ঘিরে বক্তাদের মাঝে ব্যাপক আলোচনা করা হয়। যাতে সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করা যায় এবং বিগত দিনের সফলতা বিফলতা বিভিন্ন প্রকার দিকনির্দেশনা সর্বোপরি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাই বিভিন্ন প্রকার যুক্তিপূর্ণ মতামত দেন এবং একমতে পৌছান।সবার সর্বসম্মতিক্রমে আগামী 26 ডিসেম্বর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দিন ধার্য হয়। সুষ্ঠু অবাধ এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের জন্য প্রেস ক্লাবের সদস্যরা কে কিভাবে দায়িত্ব পালন করবে তাহাও নির্ধারিত হয়। পরিশেষে সবাই প্রেসক্লাবে সার্বিক উন্নয়ন কামনা করেন।