আসন্ন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে কৃৃৃষক- শ্রমিক জনতা – লীগ নেতা মুনজুরুল ইসলাম বিমল সতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন। তিনি নিজের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন। মঙ্গলবার (৮ডিসেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় তিনি করোনা মহামারিত জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের মাঝে মাক্স বিতরণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলে জয় সুনিশ্চিত জানিয়ে সকল নেতাকর্মীদের তার পক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও নির্বাচনে আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মনজুরুল ইসলাম বিমল গত জাতীয় সংসদ নির্বাচনে কৃষক- শ্রমিক – জনতা লীগের মনোনিত ঐক্য জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদন্দীতায় অংশ গ্রহন করলেও শেষ পর্যন্ত প্রার্থীতা পরিবর্তন হওয়ায় টিকে থাকতে পারেনি।