লালপুরের গোপালপুর পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনয়নের দৌড়ে রয়েছে ৬ জন।
বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের বাসভবনে পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় মেয়র পদে ধানের শীর্ষ প্রতীক প্রত্যাশায় ৬জন বিএনপি নেতা আগ্রহ প্রকাশ করায় তৃণমূল জরিপে বাছাই প্রক্রিয়ায় তাদের নাম জেলায়, জেলায় থেকে কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করা হবে বলে সভায় জানানো হয়।
এসময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত ফজলুর রহমানের স্ত্রী কামরুন্নাহার শিরিন, পুত্র ও লালপুর থানা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরসাদ রাজন, মেয়ে ফারজানা শারমিন পুতুল, থানা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের, সেলিম রেজা ভুবন, রবিউল ইসলাম রাবুসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কচি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, জিল্লুর রহমান, সদস্য সচিব নজরুল ইসলাম মোলাম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী।