নাটোরের লালপুরে ভাতিজার ঝগড়ার মিমাংশা করতে গিয়ে চাচাএসকেন্দার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত এসকেন্দার (৬০) দাইড়পাড়া গ্রামের ওসমান প্রামানিকের ২য় সন্তান।
এ ঘটনার একদিন পরে থানায় হত্যা মামলা করেছে এসকেন্দারের স্ত্রী জাম্বীয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে।
মামলার সূত্র জানা যায়, গত রোববার (৭ ডিসেম্বর) নিহতের ভাই সাদের ও সাহাবুলের দুই শিশু মেয়ের মারামারির জেরে সাদের ও সাহাবুলের পারিবারিক দ্বন্ডের মিমাংসা করতে যান মেজো ভাই এসকেন্দার। মিমাংসার রায় সাদেরের বিপক্ষে গেলে সাদের, তার ছেলে সালমান, তার স্ত্রী সাবিনা ক্ষিপ্ত হয়ে এসকেন্দারকে মারধর করে। পরে এসকেন্দার আশংকাজনক অবস্থায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলায় আসামি করা হয়েছে, নিহতের ভাই সাদের, সাদেরের ছেলে সালমান, সাদেরের স্ত্রী সাবিনাকে।
লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, বিষয়টি শোনার পড়ে ঘটনাস্থলে গিয়ে ঊর্ধনত কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। লাশের শরীরে মারধোর এর কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।