লালপুরে সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচরন ও সেবা প্রদানের জন্য অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, লালপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হাসানুজ্জামান ও অর্জুনপুর – বরমহাটি ( এবি) ইউনিয়নের সমাজ কর্মী নজরুল ইসলামের বিরুদ্ধে লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ও এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার এ অভিযোগ উত্থাপন করেছেন উপজেলা পরিষদের আক্টোবর মাসের সভায়। লালপুর উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম বলেন, ব্যস্ততা ও অসুস্থতার কারণে প্রতিবেদন দেওয়া হয়নি। আগামী মাসিক সভায় প্রতিবেদন উপস্থাপন করা হবে।