আসন্ন নাটোরের গোপালপুর পৌর নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুনজুরুল ইসলাম বিমল।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চকনাজিরপুর বাজারে এই অফিসের উদ্বোধন করেন তিনি। পরে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম সুমু সভাপতিত্বে ও জিল্লুর মাষ্টারের সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন মুনজুরুল ইসলাম বিমল। এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।