‘কাজীপাড়া তারুণ্যের আলো, মানবতার সেবায় পাশে থাকব সবসময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজীপাড়া তারুণ্যের আলো ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় দুইশতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিক্ষা, চিকিৎসা পরামর্শসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক অর্থ আমিনুল হক টমি , পরিচালক স্বাস্থ্য সুলতানুজ্জামান টিপু, পরিচালক দপ্তর গোলাম সরওয়ার মিলন, লালপুর পাবলিক লাইব্রেরী হানিফ হোসেন, ইমন হোসেন, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা খানম, মওলানা ইউসুফ আলী, মওলানা সিরাজুল ইসলাম, মোঃ আবার আলী খামারু মোঃ রিপন আলি, মোঃ আব্দুল খালেক, মোঃ আব্দুর রশিদ ,টিপু সুলতান,সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সেলিম হোসেন ,রিজন আলি সাজল ইসলাম নয়ন আলী প্রমুখ।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে দিনব্যাপী ডা: আহমেদ রিজভী,ডা:মোঃ শরিফুল ইসলাম, ডা: মোঃ রেজওয়ানুল হক (রাজু),ডা: মোঃ হারুন অর রশিদ, গোলাম রাব্বী হোসেন(ডেন্টিষ্ট) স্বাস্থ্যসেবা প্রদান করেন।