আগামী ১৬ জানুয়ারি গোপালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারনায় অংশ নেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গোপালপুর কড়ইতলায় নির্বাচনী পথ সভা শেষে গোপালপুর বাজার এলাকায় লিফলেট বিতরন ও প্রচারনা চালান সাবেক সাংসদ সহ আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।
পথ সভা ও প্রচারনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদিউর রহমান বদর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।