লালপুর থেকে ৯৯৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩০ ডিসেন্বর) দুপুরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরইকুড়ি (ছলিমের চর) এলাকার মৃত সাত্তার মন্ডলের ছেলে এমদাদুল হক এবং একই উপজেলার চরইকুড়ি (মরার পাড়া) এলাকার সাত্তার মোল্লার ছেলে সেলিম রেজাকে উপজেলার বিলমাড়ীয়া ইউপির নাকষোশা গ্রাম থেকে আটক করে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তার নেতৃতত্বে লালপুর উপজেলার নাগশোষা গ্রামে অভিযান চালিয়ে এমদাদুল হক ও সেলিম রেজা নামে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৯৯৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এব্যাপারে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহঃবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।