লালপুরে দুড়দুড়িয়া নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দুড়দুড়িয়া-সরেরহাট যুক্ত প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত্রে উপজেলার দুড়দুড়িয়া নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুনামেন্ট কমিটির সভাপতি জামির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার (অবঃ), বিশেষ অতিথি হিসাবে ছিলেন, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বাঘা উপজেলার গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, গড়গড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সরেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মাহ আলী আকবর (অবঃ) প্রমূখ।
উক্ত ফাইনাল খেলায় বাঘার চাঁদপরে এস আলম এন্টার প্রাইজ ৩-০ সেটে লালপুরে দুড়দুড়িয়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার (অবঃ)।