নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ ১৩ মামলার আসামী আলতাফ হোসেন কে আটক করে আদালতে প্রেরণ করেছে লালপুর থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এস আই আজিজুল হকের নেতৃত্বে এস আই ফজলুর রহমান সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেলে উপজেলার পদ্মা নদীর চাকলার চরে অভিযান চালায়। এ সময় ১শ বোতল ফেনসিডলসহ পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া এলাকার হায়াত মন্ডলের ছেলে আলতাফ হোসেন (৪১) কে আটক করে। আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তার নামে মাদক সহ ১৩ টি মামলা রয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো: সেলিম রেজা জানান, ১শ বোতল ফেনসিডলসহ ১৩ মামলার আসামী আলতাফ হোসেন কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।