নাটোরে স্বাধীনতা শিক্ষক পরিষদের লালপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনকে সভাপতি ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকালে উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজের হলরুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর কলেজের অধ্যক্ষ মোঃ তুগলক, রহমত ইকবাল কলেজের অধ্যক্ষ মুনসুর রহমান, খলশিডাঙা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুজ্জামান প্রমূখ।