১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে নাটোরের গোপালপুর পৌরসভার নির্বাচন অনুুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রোকসানা মোত্তজা লিলিকে জয়ী করতে পথসভা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপালপুর পৌর এলাকার কেশবপুরে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সাবেক সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
সভায় কেশবপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার, আমজাদ হোসেন, গোপালপুর পৌর আ.লীগের সভাপতি ও নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি, বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিলভিয়া পারভীন লেনি।
এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।