জানুয়ারি দ্বিতীয় ধাপে নাটোরের গোপালপুর পৌরসভার নির্বাচন অনুুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের মেয়র পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন কচিকে বিজয়ী করতে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছে থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় মেয়র পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন কচির বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আব্দুল্লা আল মামুন কচির সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সাবেক থানা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সিদ্দিক আলী মিষ্টুসহ থানা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে গোপালপুর বাজারে সকল শ্রেণী পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন নেতাকর্মীরা।