নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রোকসানা মোত্তজা লিলিকে জয়ী করতে রাত দিন প্রচার চালাচ্ছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে পৌর এলাকার উপজেলা মোড়, বৈদ্যনাথপুরসহ তার আশেপাশের এলাকায় রোকসানা মোর্ত্তজা লিলির সাথে নৌকা প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
এসময় আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, নৌকা বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। তাই গোপালপুর পৌরসভার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
এসময় লালপুর দলিল লেখক সমিতির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মোল্লা, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।