বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয় দেব নন্দী ও নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল নাটোরের গোপালপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে প্রচারণা করেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) বিকালে তারা গোপালপুর পৌরশহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন। প্রচারণাকালে তারা আওয়ামী যুবলীগের পক্ষে নৌকার লিফলেট মানুষের হাতে তুলে দিয়ে ভোট চেয়েছেন।
পরে স্থানীয় এক পথসভায় জয় দেব নন্দী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, আর নৌকা বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক, নৌকা ১৯৫২, ৫৪, ৬৬, ৭০, ৭১ এর প্রতীক। তাই স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোটে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহবান জানান।
এ সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও তার অংশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।