নাটোরের লালপুরে এ বি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুস সাত্তারকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি ) বিকেলে আঙ্গারীপাড়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এ বি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এ বি ইউনিয়ন পরিষদ মোঃআব্দুল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান উপজেলা পরিষদ মোঃইসাহক আলী।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃসাইফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃআব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পারভীন আক্তার বানু, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হাসানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরে নেতাকর্মীবৃন্দ।