মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অন্যের হয়ে হাজিরা দিতে এসে ফেঁসে গেলেন তিনজন। সোমবার দুপুরে (০১ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ওই তিন ব্যক্তি হলেন- কালকিনি উপজেলার ডাসার থানাধীন দক্ষিণ ধুয়াশার গ্রামের হাশেম আকনের ছেলে মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও আরোজ খানের ছেলে মনির খান।
আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও মনির খান খানের তিনজন। এ সময় বিজ্ঞ আদালতের বিচারক আসামিদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনজনের মধ্যে একজন সঠিকভাবে নাম ঠিকানা বলতে না পারায় বিচারকের সন্দেহ হয়। এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি শাহিন আকন, সাইফুল আকন দুই ভাই এবং সালাম আকন তাদের বাবা বলে দাবি করেন।
আসামি শাহিন আকনকে তার নাম লিখতে বললে তিনি নাম মনির লিখেন। পরবর্তীতে আসামিরা প্রকাশ্য আদালতে জানায় আসামি সালাম আকন ও সাইফুল আকন তাকে (মনিরকে) শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছে এবং হাজির করেছে।
এ ঘটনায় বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ ওই তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পর সন্ধ্যার সময় ওই তিনজনকে কারাগারে নিয়ে যায় পুলিশ।