নাটোরের লালপুরে বিলমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারী) বিলমাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয় । বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজাহারুল ইসলাম খুররুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, বিলমাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা প্রভাষক আব্দুল হাকীম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মেম্বর, আবুল হোসেন প্রমুখ । উপস্থিত নেতাকর্মীদের দাবীতে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও যুগ্ন সাধারন সম্পাদক আনিসুর রহমানকে দলীয় নিয়ম ভঙ্গ করার অভিযোগে দল থেকে অব্যাহতির ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
আগামী ১১ ফেব্রুয়ারী বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয। সম্মেলনের পুর্ব পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আজহারুল ইসলাম খুররুমকে দায়িক্ত পালনের নির্দেশনা দেয়া হয়।