স্টাফ রিপোর্টার: লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বুধবার (৩১ মার্চ) বেলা ১১ ঘটিকায় লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আকতার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হাসান সিদ্দিক, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, লালপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সা’দ আহমেদ শিবলী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, মৎস্য অফিসার আবু শামা, যুব উন্নয়ন অফিসার উমিরুল ইসলাম, প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, সহ-সভাপতি সালাহ্ উদ্দিন, আব্দুর রশিদ মাস্টার সহ কার্যকরী কমিটির সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ।
শপথ শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যরা লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।