লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটির উপসহকারী মেডিকেল অফিসারসহ তিনজনের করোনা পজেটিভ এসেছে।
লালপুর হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৩১ মার্চ ২০২১) ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল ২০২১) এ তথ্য নিশ্চিত করা হয়।
এরা হলেন, লালপুর সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি উপসহকারী মেডিকেল অফিসার ও গোপালপুর বাজারের একজন ব্যবসায়ী।
উল্লেখ্য, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত দুই হাজার ৭৩৮ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ১৬০ জনের করোনা পজিটিভ এসেছে। একজনের মৃত্যু হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. এ কে এম সাহাব উদ্দীন তিনজন করোনা আক্রান্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।