লালপুরের জয়রামপুর গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল ২০২১) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার জয়রামপুর গ্রামে একটি আম বাগান থেকে ৩৩ গ্রাম গাঁজাসহ জয়রামপুর উত্তরপাড়া গ্রামে মৃত দবির মন্ডলের ছেলে খতিব উদ্দিন (৪১) ও পাইকপাড়া গ্রামের মৃত মোবারক শিকদারের ছেলে রুস্তম আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।