সালাউদ্দিন: উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের সুজনের মেয়ে সেঁজুতি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী । প্রতিবন্ধী হলেও তার ইচ্ছা সাইকেলে চড়ে স্কুলে যাবে, বাবা ভ্যান চালক সাইকেল কিনে দেওয়ার মতো বর্তমানে সামর্থ্য নেই। তবুও সে হাল ছাড়তে রাজি নয়, যেভাবেই হোক সাইকেলে চড়া শিখতেই হবে । প্রতিবেশী একজনের সাইকেল নিয়ে চেষ্টা করছে।
তার একটি হাত না থাকলেও মাকে রান্নাবান্নায় সহযোগিতা করে । সেঁজুতি বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বিলমাড়ীয়া নাগশোষা গ্রামের তার বাড়ি। দুই বোনের মধ্যে সে বড়।
ভ্যানচালক বাবার সাধ্য নেই মেয়েকে সাইকেল কিনে দেওয়ার। সেজুতির আকুল আবেদন একটি সাইকেলের।