মোয়াজ্জেম হোসেন: নাটোরে লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কোভিড-১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে ৫ দিন ব্যাপী ৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনীর প্রথম দিনে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় লালপুর বাজার, বিলমাড়ীয়া বাজার, দুড়দুড়িয়া বাজার, ভেল্লাবাড়ীয়া বাজার, আটটিকা মোড়, পাইকপাড়া মোড় সহ লালপুর ইউনিয়ন, বিলমাড়ীয়া ইউনিয়ন ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, ওসি তদন্ত আবু সিদ্দিক, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও লালপুর বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার লালপুর প্রতিনিধি প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলাম, সহ সভাপতি ও উত্তরবঙ্গা বার্তা স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি ও দৈনিক চলন বিলের খবর চীফ রিপোর্টার সালাহ্ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদ লালপুর প্রতিনিধি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিনসা লালপুর প্রতিনিধি অধ্যক্ষ ইনতাজ আলী, লালপুর বার্তা প্রতিনিধি ফারহানুর রহমান রবিন, তথ্য, গবেষনা ও ক্রীড়া সম্পাদক ও চলনবিলের খবর পত্রিকার লালপুর প্রতিনিধি মাহাবুর রহমান, সদস্য ও দৈনিক আলো পত্রিকার লালপুর প্রতিনিধি মেহেদী হাসান, আমজাদ হোসেন, শাহীন আলম প্রমূখ।
এসময় দ্বিতীয় ধাপের করোনা সংক্রমন রোধে জনসচেতনতায় করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকার কর্তৃক নিয়মকানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।