গত মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ আম ও লিচু সংগ্রহ’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
অপুষ্ট আম ও লিচুর বিক্রি রোধে কয়েক বছর ধরেই প্রশাসন গাছ থেকে আম-লিচু পাড়ার সময় সীমা বেধে দিয়ে আসছে।
নির্ধারিত সময়ের আগে আম ও লিচু না পাড়ার ব্যাপারে হুঁশিয়ার করে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোন জাতের ফল কবে পাড়া যাবে
প্রশাসনের এ সময় সূচি অনুযায়ী ১০ মে থেকে গুটি আম এবং মোজাফ্ফর জাতের লিচু সংগ্রহ করা যাবে।
গোপালভোগ ২০ মে, ল্যাংড়া ৫ জুন, খিরসাপাত ২৮ মে, লক্ষণভোগ ২৫ মে, ফজলি ২০ জুন, আম্রপালি ২০ জুন, মল্লিকা ৩০ জুন, আশ্বিনা ১৫ জুলাই, রানী পছন্দ ২৫ মে, মোহনভোগ ১৫ জুন, বারিআম-৪ ১০ জুলাই, হাড়িভাঙ্গা ২০ জুন এবং গৌরমতি আম ১৫ অগাস্ট থেকে পাড়ার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া মোজাফ্ফরী লিচু ১০ মে এবং বোম্বাই লিচু ৩০ মে সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমিতে ৭৯ হাজার ৬৭১ মেট্রিক টন আম ও ৯৮৩ হেক্টর জমিতে ৮ হাজার ৮১৫ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামসহ আম ও লিচুবাগান মালিক ও আড়তদাররা উপস্থিত ছিলেন।