নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে আজ মঙ্গলবার (৪ মে) ঈদ সামগ্রী বিতরণ করা হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. সুমন কুমার পান্ডে, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, লালপুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মোমিনপুর মাজার শরিফ মাদ্রাসার সুপার মোকাররেবুর রহমান নাছিম, সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমুখ।