করোনা কালীন এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১১ মে) উপজেলার দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ও
এ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ব্যানারে ২০০ পরিবারের মাঝে ঈদের খাদ্য সমগ্রী প্রদান করে তারা।
সংশ্লিষ্টরা জানান, ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে গতবারের ন্যায় এবারো এই আয়োজন। এবছর ২০০ পরিবারের মাঝে ৭ কেজি করে চাউল, ১কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ১ কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১ প্যাকেট লাচ্চা, ১ প্যাকেট দুধ, ১টা সাবান, হাফ কেজি ডাউল এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।