নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ সময় ইউনিয়ন পরিষদ হলরুমে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ অর্থ বছরে বাজেট অধিবেশনে ১ কেটি ৭৬ লক্ষ ৪৯ হাজার ৬৯ টাকা আয়, ১কেটি ৭৬ লক্ষ ১৭ হাজার ৮ শত ২৯ টাকা ব্যয়, ও উদ্বৃত্ত ৩১ হাজার ২ শত ৪০ টাকা ধরে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব বজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ও আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাম্মী আক্তর ও উপজেলা আাওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমানসহ সকল ওয়ার্ডের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।