1. admin@lalpurbarta.com : Farhanur Rahman : Farhanur Rahman
  2. farhanurlalpur@gmail.com : Abdul Muthalib Raihan : Abdul Muthalib Raihan
  3. farhanurrahman4@gmail.com : Sajibul Islam Ridoy : Sajibul Islam Ridoy
১০ সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার বিশ্বরেকর্ড - লালপুর বার্তা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন

১০ সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার বিশ্বরেকর্ড

বার্তা ডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৮০ Time View

বিশ্বের ইতিহাসে প্রথমবার দক্ষিণ আফ্রিকার এক মা একসঙ্গে প্রসব করেছেন ১০ সন্তান। নবজাতকদের মধ্যে মধ্যে সাতটি ছেলে ও তিনটি মেয়ে শিশু। এ ঘটনার মধ্য দিয়ে গিনেজ ওয়ার্ল্ডে রেকর্ড গড়লেন গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছরের ওই নারী।

সোমবার রাতে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ১০ সন্তান প্রসব করার এ ঘটনা ঘটে। নবজাতক সন্তানেরা ও মা সুস্থ আছেন। খবর গালফ টুডের।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক আল্টাসাউন্ড পরীক্ষায় তিনি ছয়টি সন্তান ধারণ করেছেন বলে মনে হচ্ছিল। পরবর্তী সময় দেখা যায়, তিনি আটটি সন্তানের মা হতে চলেছেন। কিন্তু শেষ দেখা গেল, তিনি ১০টি সন্তান জন্ম দিয়েছেন।

শিশুদের বাবা ও গোসিয়ামের স্বামী তেভো টেবোগো সোতেসসি। তিনি বর্তমােন কর্মহীন। তবে এতগুলো সন্তানের বাবা হয়ে তার আনন্দের কমতি নেই। তিনি বলেন, তিনি ভাগ্যবান বলেই সৃষ্টিকর্তা তাকে এত সন্তান উপহার দিয়েছেন।

সিজারিয়ানের মাধ্যমেই শিশুগুলোর জন্ম হয়। গোসাইেমর আগেও দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন।

প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওলা জানিয়েছেন, গোসিয়ার ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা বিরল। সাধারণত ঈশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটে না। নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।

গত মাসে মালির মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী মরক্কোর হাসপাতালে একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছিলেন। এদের মধ্যে পাঁচটি ছিল মেয়ে, চারটি ছেলে। সেই রেকর্ডটি ভেঙে ফেললেন গোসিয়াম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY WooHostBD