নাটোরে লালপুরে গলায় ফাঁস দিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১৬ জুন) রাত ৩ টার দিকে উপজেলা করিমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে ।
নিহত সানোয়ার হোসেন (৫০) উপজেলা চংধুপইল ইউপির করিমপুর গ্রামের মৃত: মেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানোয়ার দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় অর্থাৎ পেটের ব্যাথায় ভুগছিলেন।
পরিবারের কলহের জেরে তাহার বাড়ীর সদস্যদের অজান্তেই সানোয়ার তাঁর নিজস্ব বসত বাড়িতে টিনের ছাপড়া ঘরের বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আব্দুলপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।