লালপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এর এজেন্ট ব্যাংক দুড়দুড়িয়া শাখার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে দুড়দুড়িয়া বাজারে বুধবার ( ২৩ জুন) ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী শাখার সিনিয়র কর্মকর্তা মোকলেছুর রহমান, ইসলামী ব্যাংক লালপুর এজেন্ট, নাসিম হজ কাফেলার মালিক,মমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসার সুপার সাংবাদিক এএসএম মোকাররেবুর রহমান নাসিম, দুড়দুড়িয়া স্কুল এবং কলেজের মাওলানা শিক্ষক আঃ বক্কার সিদ্দিক, ইউপি সদস্য মসলেম, আবু তোরাপ, দুড়দুড়িয়া বাজার কমিটির সভাপতি টিপু সুলতান প্রমুখ।।
বক্তারা বলেন বিশ্বের মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংক, ১ কোটি ৬০ লক্ষ গ্রাহকের ব্যাংক,প্রায় সাড়ে ৫ শত শাখা / উপশাখার ব্যাংক,প্রায় আড়াই হাজার এজেন্ট শাখা ব্যাংক হলো ইসলামী ব্যাংক,এ ব্যাংকের সাথে আপনারা সংযুক্ত হলে যেমন গ্রাহক লাভবান হবে তেমনি ব্যাংকও সেবা দিয়ে আনন্দ পাবে।
সবশেষে ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়।