নাটোরের লালপুরে গত (২৩ শে জুন) বুধবার সকালে লালপুর উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সচেতনের উদ্যোগে ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির সহযোগিতায় এসএমসি কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রামের উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, সচেতনের প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল আওয়াল পলাশ, প্রোগ্রাম মনিটরিং অফিসার মোঃ নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন
উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি , সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, এডমিন অফিসার মোঃ আব্দুস সালাম, লালপুর উপজেলার সুপারভাইজার মোঃ রাজু আহমেদ, বড়াইগ্রাম উপজেলার সুপারভাইজার মোহাম্মদ আতাউল হক রানা, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান , কাজী, ইমাম সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা ।
সচেতন এর বাস্তবায়নে এসএমসি কমিউনিটি মবিলাইজেশনের প্রোগ্রামের এ্যাডভোকেসি সভায় সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।