২০২০-২০২১অর্থ বছরের ক্যান্সার, কিডনী,লিভার সিব্লোসিস,স্টোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া অসহায় রোগীদের মাঝে ৩৮ জন প্রত্যকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আজ রবিবার (২৭জুন) সকাল ১১টার দিকে উপজেলায় অডিটোরিয়াম হলরুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি )শাম্মী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমূখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ৩৯ জনের মধ্যে ৬২ বান্ডিল ঢেউ টিন ও নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা এবং ৩০ জন অসহায় কৃষকের মাঝে ২ হাজার করে নগদ ৬০ হাজার প্রদান করা হয়।