নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষন ও বিক্রির দায়ে ৪ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো উত্তর লালপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রনি আলী (২৯),শফি মন্ডলের ছেলে শরিফুল ইসলাম সরল (২৫), লালপুর চর এলাকার সালাম খানের ছেলে তাছুম খান (২৫) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মেছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪)।
র্যাব জানায়, র্যাব-৫, নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে র্যাব এর একটি দল শনিবার (২৬ জুন) রাতে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ টি হার্ডডিক্স,৬ টি সিপিইউ, ৩২ টি কার্ডরিডার সহ এ কাজে ব্যবহৃত বিভন্ন সরঞ্জাম জব্দ করা হয়।