নাটোরে লালপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২ জুলাই) বেলা দুইটার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত্যু রোহান (২) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হানিফ আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহান তার বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধূলার কোন এক সময় পুকুরে পড়ে যায়। দাদা রনজিত জুমার নামাজ পড়ে বাড়ি ফিরে খাবার সময় নাতি রোহান কে খোঁজ করে। তখন তাকে না পেয়ে খোজাখুজি শুরু হয়। এমতাবস্থায় পুকুরে ডুবে যাওয়া শিশু রোহান কে ভাসতে দেখে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
বিকেলে পাইকপাড়া গোরস্থানে দাফন করা হয়।