নাটোরের লালপুর উপজেলার কৃতি সন্তান রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ আহমেদ লিংকনের জন্মদিন আজ।
তিনি উপজেলার বিলশলিয়া গ্রামে ৪ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা মো. নঈম উদ্দিন ও মাতা মোছা. সাহার বানু। স্ত্রী আইনুন নাহার নিলু। তাঁদের সন্তান আবরার সাদিক অর্ক ও সামিহা আহমেদ অদ্রি।
শরীফ আহমেদ লিংকন বিলশলিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি, গোপালপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৮ সালে জনতা ব্যাংক লিমিটেডে অফিসার পদে যোগদান করেন। ২০১২ সালে সোনালী ব্যাংক লিমিটেডে অফিসার পদে চাকরী করেন। ২০১৩ সালে (৩১তম) বিসিএস-প্রশাসন (ম্যাজিস্ট্রেট) হিসেবে গাইবান্ধায় যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০১৭ সালে বরিশালের গৌরনদী, কেশোরগঞ্জের নিকলী, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে বগুড়ার সারিকান্দি উপজেলায় যোগদান করেন। ২০১৯ সাল থেকে রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, রাজশাহী জেলার একজন জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার তিনি। করোনাকালীন সময়ে প্রান্তিক মানুষের নিকট সরকারি সহায়তা পৌছানো, নকল মুক্ত শিক্ষার পরিবেশ, খাস জমি উদ্ধার, রাস্তা নষ্ট করার দায়ে অবৈধ যানকে জরিমানা, নিজ অফিসে সালিশের মাধ্যমে অসংখ্য বিবাদ মিমাংসা প্রভৃতি জনবান্ধব পদক্ষেপের জন্য বাগমারার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।