দেশব্যপী করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের ৫ম দিনে নাটোরের লালপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ১১ জনের অর্থদণ্ড করা হয়।
আজ সোমবার (৫ জুলাই )লালপুর উপজেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
শাম্মী আক্তার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান এর ভ্রাম্যমান আদালত ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় পৃথক পৃথকভাবে ৮ টি মামলায় ১১ জনকে মোট (২৩০০) দুই হাজার তিন শত টাকা অর্থদণ্ড করেন তারা।
এছাড়া লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার একজন করোনা আক্রান্ত রোগী নিম্ন আয়ের ৩৩৩ ফোনে খাদ্য সহায়তা চাওয়া ৩ জন দুস্ত ব্যক্তির বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌছে দিতে দেখা গেছে।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বলেন, সচেতনতা সৃষ্টি বিষয়ে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং বের হলে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ ফোর্স অভিযান পরিচালনায় সহযোগিতা করতে দেখা গেছে ।