নাটোরের লালপুরে করোনা কোভিট-১৯ মোকাবেলায় কর্মহীনদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলা দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়াামী লীগের সভাপতি আফতাব হোনের ঝুল্পফু, ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীগের সদস্য প্রভাষক আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক ও প্রভাষক মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. জালাল উদ্দিন মোল্লা প্রমুখ।
সেই সময় ১৪৮৫ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করেন এবং লালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৭৩০ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়েছে।